কুষ্টিয়ায় ৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরণের মাদক ধ্বংস ।
কুষ্টিয়া সীমান্তে চলতি বছরের উদ্ধার হওয়া (৯ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত) প্রায় ৮ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরণের মাদক ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বৃহস্পতিবার (৫’আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সেক্টর সদর দপ্তর কুষ্টিয়ার অধিনস্থ ৪৭ ব্যাটালিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই মাদক ধ্বংস করা হয়।
এর মধ্যে ৩ হাজার ৮শ ২৭ বোতল ফেন্সিডিল, ১৭ হাজার ২শ ৪ বোতল বিদেশী মদ, ৩ শ ৯২ কেজি গাঁজা, ১০ কেজি ৮ শ ৯ গ্রাম হিরোইন, ৩ হাজার ৪শ পিস ভায়াগ্রা,৫৭ হাজার ২শ ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক রয়েছে।
বিজিবি’র দাবী ধ্বংসকৃত এসব মাদকের বাজার মুল্য আনুমানিক প্রায় ৮ কোটি ০৬ লাখ ২১ হাজার ৯শত ১০টাকা।
এসময় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ পিএসসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারী এবং বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।