অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে চার শিশুর জন্ম ।
কোনো অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে ৪ শিশুর জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার নামের এক নারী। কুমিল্লার গোমতী হাসপাতালের গাইনি চিকিৎসক ডাঃ শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসব হয় ওই প্রসূতির। জন্ম নেওয়া চার শিশুর মধ্যে ২ জন ছেলে ও ২ জন মেয়ে। নবজাতকরা হাসপাতালে ভর্তি রয়েছে।
সাদিয়া আক্তারের স্বামী জিল্লুর রহমান বলেন, ‘বর্তমানে হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীদের নিয়ে গেলেই সিজার করা্র পরামর্শ দেয়া হয়। কিন্তু ডাঃ শাহিদা আমার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে জানান, বাচ্চাগুলোর পজিশন ঠিক আছে। তিনি নরমাল ডেলিভারি করার জন্য বলেলে আমরাও রাজি হয়ে যাই।’
ডাঃ শাহিদা আক্তার রাখি বলেন, নরমাল ডেলিভারিতে ৪ শিশুর জন্ম হওয়ায় আমি খুবই আনন্দিত। নবজাতকদের মা সুস্থ রয়েছেন। জন্ম নেওয়া ৪ শিশুর প্রথমজনের ওজন প্রায় ১ হাজার ১০০ গ্রাম, দ্বিতীয়জনের ১ হাজার গ্রাম, তৃতীয়জনের ওজন ৯০০ গ্রাম এবং চতুর্থজনের ওজন ৮০০ গ্রাম।