কুমারখালীতে মোবাইল কোর্টের অভিযানে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুষ্টিয়ার কুমারখালীতে কঠোর বিধিনিষেধ কার্যকরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩১’জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম।
এসময় অভিযান চালিয়ে চলমান বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনীয় গণজমায়েত করা এবং জরুরীসেবা বহির্ভূত দোকান খোলা রাখাসহ অন্যান্য বিধিনিষেধ না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ৪টি পৃথক মামলায় ৫ জন এবং ২ টি প্রতিষ্ঠান ( ভিশন ও ওয়ালটন) কে মোট সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ প্রতিপালনে মনিটরিং করা হয়।
অভিযানে কুমারখালী থানা পুলিশ, পেশকার এবং অফিসের স্টাফ মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।