কুমারখালীতে মোবাইল কোর্টে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা ।
কুষ্টিয়ার কুমারখালীতে কঠোর বিধিনিষেধ কার্যকরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৭’জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
এসময় অভিযান চালিয়ে চলমান বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনীয় গণজমায়েত করা এবং জরুরীসেবা বহির্ভূত দোকান খোলা রাখাসহ অন্যান্য বিধিনিষেধ না মানায় ৩টি পৃথক মামলায় মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সহযোগিতা করেন।
এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।