কঠোর লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোমবার ( ২৭’জুলাই) চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারে ছাগলের হাটে প্রায় শতাধিক ব্যবসায়ী বিক্রির জন্য ছাগল নিয়ে হাজির হন।
এমন সংবাদে ভিত্তিতে আনুমানিক বেলা ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার হানা দেন বাজারে। তাকে দেখে দৌঁড়ে পালান ছাগল ব্যবসায়ীরা। সেখানে ম্যাজিস্ট্রেট বেশ কয়েকজনকে জরিমানাও করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারে চলমান ‘কঠোর লকডাউন’র মধ্যেও ছাগলের হাট, হাঁস-মুরগিসহ পুরো বাজার জমে উঠে সোমবার সকাল থেকে। বাজারে আসা অর্ধেক লোকদের মুখে মাস্ক নেই, মানেনি স্বাস্থ্যবিধিও।
বাকিলা বাজারের সাপ্তাহিক বাজার সোমবার। ‘কঠোর লকডাউন’র মধ্যে সোমবার দুপুরে প্রায় সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে। বিশেষ করে কাঁচাবাজারের ব্যবসায়ীরা অন্য স্বাভাবিক সময়ের মতো পসরা সাজিয়ে বসতে দেখা গেছে। সকাল থেকে গরুর বাজার অংশে জমজমাটভাবে বসেছে ছাগলসহ হাঁস-মুরগির বাজার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, ছাগলের হাট বন্ধ করে দিয়েছি। বাকিলা বাজারের সাপ্তাহিক হাট বারগুলোতে করোনাকালে গরু-ছাগলের বাজার বসানো যাবে না।