খোকসায় সরকারি বিধিনিষেধ প্রতিপালনে কঠোর উপজেলা প্রশাসনঃঃঅর্থদণ্ড ৬ হাজার ৫ শত।
কুষ্টিয়ার খোকসায় কঠোর বিধিনিষেধ কার্যকরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিত হয়েছে।
মঙ্গলবার বার (১৩’জুলাই) অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসাহক আলী।
অভিযান চালিয়ে চলমান বিধিনিষেধ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ টি মামলায় ৫ জনকে ৬,৫০০/- টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।