খোকসায় ৪টি মামলায় নগদ অর্থদন্ড ।
কুষ্টিয়ার খোকসায় কঠোর বিধিনিষেধ কার্যকরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীসহ উপজেলা প্রশাসন।
সোমবার (১২’জুলাই) উপজেলায় চলমান বিধিনিষেধ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ টি মামলায় ৪ জনকে ১,৪০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসাহক আলী।
এ সময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।