আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সকল নাশকতা এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯’জুলাই) সকালে থানা চত্ত্বর থেকে মহড়া শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার থানা চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার নাহিদ হাসান, এস আই শরিফ, হাসান, তরিকুলসহ পুলিশের অন্যান্য সদস্যরা ।
মহড়া শেষে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভির আরাফাত (পিপিএম বার) এর সার্বিক দিকনির্দেশনায় ঈদকে সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।যেকোন ধরনের নাশকতা এড়াতে কাজ করছে পুলিশের কয়েকটি টিম ।