খোকসায় সরকারি বিধিনিষেধ অমান্য করার অপরাধে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা ।
কুষ্টিয়ার খোকসায় কঠোর বিধিনিষেধ কার্যকরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীসহ উপজেলা প্রশাসন।
বুধবার (০৭’জুলাই) উপজেলায় এক্তারপুর, শিমুলিয়া, বেতবাড়িয়া, জানিপুর, কমলাপুর, ক্লাবমোড়, পৌর মার্কেট, মোড়াগাছাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্য করার অপরাধে ৪ টি মামলায় ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসাহক আলী।
এ সময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।