কুমারখালীতে চড়া দামে বিক্রি হলো ভালোবাসা ।
মতিয়ার রহমানঃ
কুষ্টিয়া জেলার কুমারখালীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ির ফটকের সামনে তিন দিন অবস্থান ও অনশনের ঘটনা ১লাখ ৮০ হাজার টাকায় রফা হয়েছে বলে জানা গেছে। গত ২৬ মে থেকে যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের শহিদ শেখের ছেলে সবুজ হোসেনের বাড়িতে তার প্রেমিকা বিয়ের দাবীতে এই অনশন করে। তবে শুক্রবার রাতে টাকার বিনিময়ে প্রেমিকা ফিরে গেছে তার গন্তব্যে।
অনশনরত প্রেমিকা শিলা খাতুন জানান, সবুজের সাথে তার বিদ্যালয়ে পড়াকালীন বন্ধুত্ব ছিলো।বন্ধুত্বের এক পর্যায়ে গত তিন বছর যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক সবুজ ডেসকো /ডিপিডিসি তে চাকরী করে এবং সে আশুলিয়া একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে আছে। স্বামী স্ত্রীর পরিচয়ে তার ঢাকার বাসায় সবুজ একাধিক রাত্রি যাপন করেছে বলে জানান শিলা । গত কিছুদিন যাবত সবুজের পরিবার থেকে অন্য মেয়ের সাথে বিয়ের জন্য চাপ দিচ্ছে বলে জানায় এবং এও জানায় সে কখনও অন্য মেয়েকে বিয়ে করবে না। কিন্তু হঠাৎ করে ৪/৫ দিন আগে সবুজ তার প্রেমিকা শিলাকে বলে তার (সবুজের) মা স্ট্রোক করেছে পারিবারিক ভাবে ঠিক করা মেয়ের সাথে বিয়ে করা লাগছে,তা নাহলে মাকে বাঁচানো যাবেনা। তারপর থেকেই সবুজের ফোন বন্ধ এবং তার নাম্বার ব্লাক লিষ্টে দিয়ে দেয় বলে জানায় শিলা । প্রেমিকা শিলা যোগাযোগ করতে না পেরে সবুজের বাড়িতে এসে জানতে পারে তার দুঃসম্পর্কের বোনের সাথে বিয়ের কথা। যে কারনেই সে সবুজের বাড়ির সামনে অনশন করছে।
এলাকাবাসী জানান,অবশেষে প্রেমিকের বাড়িতে অবস্থান ও অনশনের তৃতীয় দিনে শিলা খাতুন শুক্রবার রাতে স্থানীয় কিছু ব্যক্তিদের সহায়তায় এক লাখ আশি হাজার টাকার বিনিময়ে তার ভালোবাসা বিক্রি করেছে।