খোকসাতে সড়ক দূর্ঘটনায় সাত সকালে ঝড়লো তাজা প্রাণ ।
পুলক সরকারঃ
কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়কে খোকসা শহীদ বরকত ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় ইউনুস আলী (৬৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৯’মে) আনুমানিক সকাল ৮ টার দিকে এই দূর্ঘটনার ঘটনা ঘটেছে।
নিহত ইউনুস আলী (৬৮) খোকসা উপজেলার দুধরাজপুর গ্রামের মৃত চতুর আলীর ছেলে।
ঘটনায় জানা যায়, রাজবাড়ী টু কুষ্টিয়া মহাসড়কে ঢাকা মেট্রো ব-০২-০৩০১ নিসা ডিলাক্স এর একটি লোকাল গাড়ী কুষ্টিয়া হতে রাজবাড়ী যাওয়ার সময় খোকসা শহীদ বরকত ফিলিং স্টেশনের সামনে পথচারি ইউনুস আলীকে চাপা দিয়ে দ্রুত রাজবাড়ীর দিকে চলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় পথচারিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।