কলমে-সুপ্রিয়া বিশ্বাস
আমি চাই একটি সাঁওতালি রাত
আঁধার কাটুক নৃত্য করুক
আমার চারিপাশ।
সকল কুহেলিকা কেটে যাক মনের
শুধু সাঁওতালি রাতটি থাক
আমার সব কষ্ট ধুলো হয়ে উড়ে যাক
অন্তরীক্ষে।
আসুক মধুমাস।
আমি চাই একটি ঝড়ো হাওয়া
বয়ে যাক দুর্দান্ত বেগে
একান্ত সঙ্গোপনে,
আমি চাই একটি ঝুম বৃষ্টি
সব শুস্কতা শুষে নিক,
আমাকে ভরিয়ে দিক
গাঢ় চুম্বনে।
আমি চাই একটি গাঢ় ঘুম,
কেড়ে নিক সব হতাশা
আমি ভেসে যাই স্বপনে।
আমি চাই একটি স্নিগ্ধ ভোর
আলো ছড়াক আমার ভুবনে
আমি চাই একটি রক্তিম সূর্য
সব অন্ধকার পিছনে ফেলে
হেসে উঠুক এ জীবনে।
আমি চাই এক আজলা হাসিতে
ভরে উঠুক আমার উঠোন
সহাস্যে মিষ্ট বদনে কেউ বলুক
ভালোবাসি ভীষন।