কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ ।
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরা পার্সনকে আটক করে থানায় নিয়ে এসে চোখ বেঁধে নির্যাতন করেছে এমন অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৮’এপ্রিল) ভোরে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া সংঘর্ষ চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।
নির্যাতনের শিকার হয়েছেন এটিএন বাংলার ক্যামেরা পার্সন নাজমুস হাসিব।
নাজমুস হাসিব জানান, দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবি পুলিশ আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। কুমারখালী থানা পুলিশ তাকে গাড়িতে উঠানোর পর থেকেই নির্যাতন শুরু করে। পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমে দরজা আটকিয়ে চোখ বেঁধে তাকে হকিস্টিক ও হাতুরী দিয়ে নির্যাতন করে।
বর্তমানে তিনি কুমারখালী থানার হাজতে অসুস্থ অবস্থায় রয়েছেন। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা অস্বীকার করে বলেন, এ জাতিয় কোন ঘটনা ঘটেনি।
বর্তমানে কুমারখালী থানায় সর্বস্তরের সাংবাদিকবৃন্দ অবস্থান করছেন। অবস্থানরত সাংবাদিকরা জানান,এর সঠিক ব্যবস্থা নেয়া না পর্যন্ত থানা চত্বরে অবস্থান করবেন।