খোকসায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযানে ১৫ দিনের কারাদন্ড ।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার( ভৃমি) মোঃ ইছাহক আলী ।
রবিবার (১৮’এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কালীবাড়ী রোডে অবস্থিত শ্রী নিত্য গোপাল বিশ্বাস (৫০) এর দোজালীতে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা ও সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক শ্রমিক ১। মোঃ আবু তালেফ (৫০) পিতা মৃত ফজর আলী সাং মালিগ্রাম খোকসা কুষ্টিয়া কে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং কারখানার ভিতর ভেজাল গুড় সহ গুড় তৈরির সরমজাম ভেঙ্গে ৪৪ ধ্বংস করা হয়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ৪ টি গুড় জ্বালানো চোলা পানি দিয়ে নিভিয়ে দেন ও ৫০/৬০ বস্তা চিনি পানি দিয়ে ধ্বংস করেন। বতর্মানে কারখানাটি বন্ধ আছে। কারখানার মালিক পলাতক আছে। উক্ত বিষয়ে ভ্রাম্যমান মামালা নংঃ ৬২/২০২১।
উক্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করলেও প্রতিষ্ঠানটি সিল গালা করা হয়নি।