কুমারখালীতে বাজার মনিটরিং কমিটির হুঁশিয়ারিঃনিত্যপণ্যের দাম সহনীয় রাখার নির্দেশ ।
কুষ্টিয়ার কুমারখালী বাজারে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন বাজার মনিটরিং কমিটি।
রবিবার (১৮’এপ্রিল)দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম এর নেতৃত্বে শহরের মুল বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাসস্ট্যান্ড, রেলগেট, কাঁচাবাজার, মাছ বাজার, মাংস বাজার ,গণমোড় এবং কাজীপাড়া মোড়ে মনিটর করা হয়।কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রমাণ পায় বাজার মনিটরিং কমিটি। বেশির ভাগ দোকানে ছিল না কোনো মূল্য তালিকা ও পণ্য ক্রয়ের রশিদ।
উপজেলা সহকারী কমিশনার প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের হুঁশিয়ারির পাশাপাশি নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেন।
নির্দেশ না মানলে আগামী দু-একদিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ঘোষণা দেন তিনি।
অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ব্যবসায়ী নেতৃ্বৃন্দ।
এছাড়া জরুরী সেবা বহির্ভূত দোকান খোলা রাখায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ৩ টি পৃথক মামলায় মোট ৪৫০০/- টাকা জরিমানা করা হয়।
কুমারখালী থানা পুলিশ, পেশকার এবং অফিসের স্টাফ মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।