খোকসায় হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার ।
স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার খোকসায় হত্যা চেষ্টা মামলার আসামী সনজিত সরকারকে (৪৭) আটক করেছে খোকসা থানা পুলিশ।
রবিবার (২৮’মার্চ) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে থানার এস আই হাসান এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে।
আটককৃত সনজিত সরকার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত তারাপদ সরকারের ছেলে।
ঘটনায় জানা গেছে ,গত মঙ্গলবার সকালে ইসলামপুর গ্রামের ভঞ্জন সরকারের নিজ মালিকানাধীন জমিতে স্ব-দলবলে মাটি কাটছিল ওই একই গ্রামের সঞ্জিত সরকার । জমির মালিক ভঞ্জন সরকার মাটি কাটতে নিষেধ করলে সনজিত সরকার ও তার ছেলে সৌমেন সরকার কোদাল দিয়ে ভঞ্জন সরকারকে মাথায় আঘাত করে। আঘাতে ভঞ্জনের মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরন হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরর চিকিৎসক তার অবস্থা আশংকাজনক বলে তাকে রাজশাহীতে রেফার করেন ।বর্তমানে ভঞ্জন সরকার রাজশাহীতে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের সদস্য আশরাফ আলী খান বলেন, সনজিত সরকার এর আগেও এলাকাতে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটিয়েছে। সনজিত সরকারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীও জানান ওই ইউপি সদস্য।
তিনি আরো জানান,অভিযোগ পেয়েছি আটক সনজিত সরকার বিভিন্ন সন্ত্রাসী দিয়ে আহত ভঞ্জন সরকারের পরিবারের ভয়-ভীতি প্রদর্শন করে আসছে।এব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ইউপি সদস্য আশরাফ আলী খান।
আটককৃত সনজিত সরকারকে আদালতে সোপোর্দ করা হয়েছে।মামলা নং-১৪।