কুষ্টিয়ায় কোচিং ও স্কুল চালানোর দায়ে জরিমানা ।
কুষ্টিয়া জেলার ভেড়ামারায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং ও স্কুল চালানোর দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (২৭’মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।
তিনি জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র কোনো প্রকার সামাজিক দূরত্ব বজায় না রেখেই নতুন কৌশলে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে উপজেলায় করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকির আশঙ্কা তৈরি হচ্ছে বলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার প্রোসিড একাডেমিকে ১০ হাজাার টাকা, অক্সফোর্ড স্কুলকে ১০ হাজাার টাকা ও ভিশন ইংলিশ স্কুলকে ১০ হাজাার মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাসের প্রভাব বেড়ে যাচ্ছে। এভাবে প্রাইভেট এবং কোচিং সেন্টার চালানো হলে শিশুরা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। শিক্ষামন্ত্রী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ রাখাই উত্তম হবে।