ঝিনাদহের হরিনাকুন্ডু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে ।
সোমবার (২৭’জুলাই) সকালের দিকে উপজেলার বিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের দখলপুর গ্রামে মৃত নিয়ামত মন্ডলের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়৷ , সোমবার সকাল ১১ টার দিকে বিরামপুর গ্রামে ঢাকায় যাবার জন্য ট্রাকে গরু বোঝাই দেবার কাজ করছিলো । প্রচান্ড গরমে তিনি পাশে মতিয়ারের বাড়িতে বাতাস খাওয়ার জন্য ঘরের বাইরে ফ্যনের সুইজ দিতে গেলে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট করে স্থানীয় জনগন হরিনাকুন্ডু স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে মারা যায়।