আগুনে পুড়ে ছাই মসজিদের ইমামের বসত বাড়ি ।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে আগুন লেগে বসত বাড়িসহ সর্বস্ব হারিয়েছেন এক মসজিদের ইমাম। গায়ের পোশাক ছাড়া কোনকিছুই অবশিষ্ট নেই বলে জানা যায়। সেইসাথে পোষা বেড়ালটি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে।
এলাকাবাসী জানান হোগলা মাঠপাড়া গ্রামের লিয়াকত আলীর বাড়িতে রাতে আগুন দেখে চিৎকার চেঁচামেচি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততোক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তারা আরও জানান পাশেই ওয়াজ মাহফিলে যাবার কারনে বাড়িতে কেউ ছিলোনা। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ সদকী উত্তর পাড়া জামে মসজিদের ইমাম লিয়াকত আলী জানান, বাড়ির সকলে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন এসময় আগুন লেগে তার একমাত্র বসত ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে পোষা বেড়ালটিও। এখন শুধু গায়ের পোষাক ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। খোলা আকাশের নিচে বসবাস করতে হবে আমাদের।