বগুড়া জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক সোমবার ( ২৭’জুলাই) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শেরপুর উপজেলার গাড়ীদহ স্ট্যান্ড, গাড়িদহ ব্রীজ বাজার, তালতলা বাজার, হাটগাড়ী বাজার, দশমাইল বাজার, মহিপুর বাজার, মহিপুর কলোনী এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ । এসময় তিনি এসব এলাকার মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কি না ; তা পর্যবেক্ষণ করেন এবং মাস্ক না পরায় ৩ জনকে ১২০০ টাকা জরিমানা করেন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লোকজনকে অনুরোধ করা হয়।
অপরদিকে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বারদুয়ারী পশুর হাটে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা। মাস্ক না পরায় তিনি ৬ জনকে ১০০০ টাকা জরিমানা করেন।
সবমিলিয়ে আজ ৯ জনকে ২২০০ টাকা জরিমানা করা হয়।
এসময় জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয় ।