কুষ্টিয়াতে পুলিশ পরিচয়ে কারা দুই ছিনতাইকারী নয়ন ও সুজন….??
বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে নিজের ফেসবুকে পোষ্ট দিয়ে নিজেকে যুবলীগনেতা পরিচয়ে একের পর এক প্রতারণা করা কে এই নয়ন জোয়াদ্দার। দিনেদুপুরে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে কুষ্টিয়ার বটতৈল গ্রামের আসালতের ছেলে হাবিকে হুমকি ধামকী ও মারপিট এর ঘটনায় এই নয়নের বিরুদ্ধে ইতিপূর্বেও থানায় অভিযোগ করেছিলেন আসালত।
সাম্প্রতিক কুষ্টিয়ায় পথে ঘাটে ছিনতাই এর ঘটনা ব্যাপক ভাবে বেড়েছে। তবে এখন পর্যন্ত কে বা কাহারা করছে তা শনাক্ত করতে পারেনি প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ২ টার সময় কুষ্টিয়া শেখ রাসেল সেতুর উপর থেকে এক মটরসাইকেল পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই এর সময় পাশের পথচারীর তোলা ছবি থেকে উঠে আসেছে তাদের আসল পরিচয়।
নয়ন জোয়ার্দার বিভিন্ন সময় নানান জায়গা থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশ থেকে ছবি তুলে নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষ টাকা। তার চলাফেরা ও শীর্ষ নেতাদের পাশে ছবি দেখে অনেকেই প্রতারিত হয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে নয়ন জোয়ার্দার একজন মাদকাসক্ত । তিনি মাদকের অর্থ জোগাড় করতেই নানা সময়ে নানান ভাবে নিজেকে উপস্থাপন করে। কখনো যুবলীগ নেতা আবার কখনোবা পুলিশ।
তার সহযোগী সুজন মেম্বার এলাকায় মাদক কারবারী ও মাদকাসক্ত ব্যক্তি হিসেবেই পরিচিত। তবে তিনি নিজেকে কুষ্টিয়ার স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক হিসাবেও পরিচয় দিয়ে থাকেন। তারা এই মাদকাসক্তদের সমন্বয়ে একটি শক্তিশালী ছিনতাইয়ের সিন্ডিকেট গড়ে তুলেছে বলে ধারণা এলাকাবাসীর।
নয়ন জোয়ার্দার কুষ্টিয়া সদর উপজেলার ১১ নং আব্দালপুর ইউনিয়নের দেড়ীপাড়ার গ্রামের বাসিন্দা। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে তাকে সবাই চিটার নয়ন বা সেলফি নয়ন বলেই জানে বা চেনে। আর সুজন মেম্বার কুষ্টিয়া সদর উপজেলার ১২ নং হরিনারায়নপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।