কোভিড-১৯ টিকা নেয়ার ১২ দিন পর সচিবের করোনা শনাক্ত ।
করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) নেয়ার ১২ দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবশ্য বিশেষজ্ঞদের পরামর্শ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হতে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ সেলিম হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, অসুস্থবোধ করলে গত ১৮ ফেব্রুয়ারী করোনার নমুনা পরীক্ষার জন্য দেন ত্রাণ সচিব। পরদিন ১৯ ফেব্রুয়ারী জানতে পারেন তিনি করোনা পজেটিভ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ সেলিম হোসেন আরও জানান, রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে গত ৭ ফেব্রুয়ারী করোনার ভ্যাকসিন নেন ত্রাণ সচিব। বর্তমানে তার সামান্য কাশি আছে, জ্বর নেই। তবে শরীরটা একটু দুর্বল।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট ভাইরোলজিস্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের শক্তিকালীন সময় ১৫ দিন।
সম্ভবত এর আগেই সংক্রমিত হয়েছেন ওই সচিব। হয়তো বিষয়টি তিনি বুঝতে পারেননি এবং তার কোনো লক্ষণ প্রকাশ পায়নি।