কলারোয়াতে মুজিব বর্ষ উপহারের ঘরে পিআইও’র দুর্নীতি !
সাতক্ষীরার কলারোয়ায় আলোচিত ব্যারাক হাউজের মালামাল লুটপাটের ঘটনায় মুজিববর্ষের প্রধান মন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজের ঠিকাদার হেডমিস্ত্রী সুভাষ বসুর নিকট থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের কারসাজিতে সংশ্লিষ্ট দপ্তরের অফিস সহকারি রফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী সুশান্ত জোরপূর্বক গৃহবন্দি করে সাদা কাগজে সাইন করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে৷
বুধবার (২৪’ফেব্রুয়ারী) বিকালে সোনাবাড়িয়া ইউনিয়নের হেড মিস্ত্রি সুভাষের ডেকে নিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয়ার ঘটনা ঘটে৷ এ ঘটনায় মিস্ত্রি সুবাস আতঙ্কে রয়েছেন৷ পাশাপাশি জীবন অনিশ্চয়তা দূর করতে গণমাধ্যম ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন৷
মুঠোফোনে মিস্ত্রি সুভাষ বসু জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে অফিসের অফিস সহকারি রফিকুল ইসলাম ও সুশান্ত নামে দুই ব্যক্তি এসে সাদা কাগজে সই দিতে বললে আমি সই দিতে অস্বীকৃতি জানালে জীবননাশের হুমকি প্রদান করেন৷ পাশাপাশি অফিস সহকারি রফিকুল ইসলাম জাপ্টে ধরে জোরপূর্বক সাদা কাগজে সই করে নিয়ে চলে যায় এবং এ ঘটনাটি প্রকাশ করতে নিষেধ করেন কিন্তু সাদা কাগজে সই করে নিয়ে কি ফায়দা লুটবে তা আসলে আমার অজানা তবে আমি আতঙ্কে রয়েছি৷ কখন না জানি আমার উপরে মিথ্যা অভিযোগ বা মামলা সাজানো হয়৷
অভিযোগ রয়েছে ,অফিস সহকারী রফিকুল ইসলাম ইতিপূর্বে ঘুষ লেনদেন কার্যে উপজেলার ভাইস চেয়ারম্যানের কাছে হাতে নাতে ধরা খেয়ে ছিলেন এবং উপজেলায় বিভিন্ন প্রকল্পের কাজের ঘুষ লেনদেন বাণিজ্যের কাজগুলো তিনি করেন৷
এবিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি রফিকুল ইসলামের নিকট এই প্রতিবেদক সাংবাদিক পরিচয়ে জোরপূর্বক সই করে নেয়ার বিষয়ে জানতে চাইলে, তিনি সাংবাদিক পরিচয় জানার পরে তার মুঠোফোনটি অফ করে রাখেন৷
সংশ্লিষ্ট অফিসের কর্মচারী সুশান্ত নিকট সংশ্লিষ্ট ঘটনা বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম তবে কোন কাগজে সই করে নিয়েছে এ বিষয়ে আমি কিছুই জানিনা রফিকুল ভাই ভালো জানেন৷
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সুলতানা জাহানের নিকট মুঠোফোনে বার বার চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি রিসিভ করেননি৷
এদিকে, কলারোয়ার সোনাবাড়ীয়ায় বন্যা পরবর্তী আশ্রয়হীনদের ঘর ভেঙে মালামাল লোপাট করার অভিযোগে ইতোমধ্যে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ ঘটনায় ব্যারাকে বাস করা গৃহহীন ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।