কুমারখালী নবনির্বাচিত পৌর মেয়রকে গণসংবর্ধনা ।
কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভায় চতুর্থ বারের মতো নির্বাচিত মেয়রকে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার(২২’ফেব্রুয়ারী) বিকেল থেকে রাত পর্যন্ত গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
কুমারখালী উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার গণমানুষের উপস্থিতিতে চতুর্থ বারের মতো নির্বাচিত মেয়র মোঃ সামছুজ্জামান অরুনকে গণসংবর্ধনা দেয়া হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাতে সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।