খোকসা জয়ন্তী হাজরা মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন ।
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
বৃহস্পতিবার (১৮’ফেব্রুয়ারী) দুপুর ২ টায জয়ন্তী হাজরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে লাল ফিতা কেটে ভবনটি উদ্বোধন করা হয়।
জেলা শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এই কাজ সম্পন্ন করা হয়েছে।