৯৯৯ এ বিকল ট্রলারের হালিম নামের এক যাত্রীর ফোন কলে পদ্মা নদীতে বিকল হয়ে ভাসমান ট্রলার হতে ২৫ জন গরু ব্যবসায়ী ও ৩৭ টি গরু উদ্ধার করেছে মুন্সীগঞ্জের মাওয়া ফাঁড়ির নৌ পুলিশ।
জানা যায়, রবিবার( ২৬ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে চারটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’ হালিম নামের একজন কলার ফোন করে জানান, তিনি একজন গরু ব্যবসায়ী। তিনি সহ আরো ২৫/২৬ জন গরু ব্যবসায়ী ৩৭ টি গরু নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে একটি ট্রলার যোগে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন পদ্মা সেতুর কাছাকাছি মাঝ পদ্মা নদীতে তাদের ট্রলারের প্রপেলারের পাখা ভেঙ্গে যায় । দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢেউয়ের তোড়ে তাদের বিকল ট্রলারটি নদীতে দিক্বিদিক ভাসছিল। তিনি ৯৯৯ কে তাদের উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
৯৯৯ তাৎক্ষণিকভাবে হালিম নামের কলার কলারের সাথে নৌ পুলিশ হেড কোয়ার্টার কন্ট্রোল রুম ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে কথা বলিয়ে দেয়।
সংবাদ পেয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক ঘটনাস্থলে রওনা দেয়। পরে নৌ পুলিশের উদ্ধারকারী দলের এটিএসআই মাহবুব ৯৯৯ কে ফোনে জানান তারা ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রলারটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। ট্রলারটিতে থাকা গরু ব্যবসায়ী ও গরুগুলোর কোন ক্ষয় ক্ষতি হয়নি।