কলারোয়ায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ইউএনও ।
সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একাধিক প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। ।
মঙ্গলবার (০৯’ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই খাবার বিতরণ করা হয়।
গণমৈত্রী প্রতিবন্ধী স্কুল, পৌরসভাধীন তুলসীডাংগা গ্রামে অবস্থিত প্রতিবন্ধী স্কুলসহ একাধিক প্রতিবন্ধী স্কুলের শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণমৈত্রী এনজিও প্রতিনিধি মেহেদী হাসানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।