খোকসা প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন ডাঃ প্রেমাংশু ।
কুষ্টিয়ার খোকসা কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
রবিবার (০৭’ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্রেমাংশু সর্বপ্রথম কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ,উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন,ডাঃ কামরুজ্জামান সোহেল।
আজ মোট ৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।
ডাঃ কামরুজ্জামান সোহেল বলেন,এখন থেকে প্রতিদিন আমাদের ভ্যাকসিন প্রদান বুথে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন নেওয়ার জন্য সবাই দ্রুত রেজিষ্ট্রেশন করুন। কোভিড-১৯ মুক্ত পৃথিবী গড়ে তুলুন।