গলায় ফাঁস দেওয়া অসম বয়সী নারী ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ।
সাতক্ষীরার কলারোয়ায় গাছের ডালে গলায় ফাঁস লাগানো অসম বয়সী নারী ও পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে বিষযটি আত্মহত্যা না হত্যা- সেটি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার শ্রীপতিপুর গ্রামে।
রবিবার (0৭’ফেব্রুয়ারি) ভোর রাতে তাদের মৃত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।
ঝুলন্ত গৃহবধূ ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী ও আলহাজ্ব শেখ আব্দুল হাইয়ের পুত্রবধূ ও ঝুলন্ত যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।
মৃত গৃহবধুর স্বামী শেখ হাসান মানসিক ভারসমস্যহীন বলে জানা গেছে।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সেল ফোনে ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ২টি উদ্ধার করা হয়েছে। তবে একই স্থানে মৃত্যুর কারন এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির পুলিশি তদন্ত অব্যাহত রযেছে।