কুমারখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন–২১ উপলক্ষে প্রস্তুতিমুলক সভা ।
চন্দন কুমারখালী থেকেঃ
কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২১ উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩’ফেব্রুয়ারী)দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএন) রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন।
এছাড়াও উপস্থিত ছিলে, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ মুহাইমিন আল জিহান প্রমুখ।
উপজেলা পর্যায়ে মোট ১ হাজার যেকোন বয়সী দৌঁড়বিদ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১০ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ৫ কিলোমিটার দৌঁড় প্রতিযোগিতায় বিজয়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।