কুমারখালী থানায় পিক–আপ ভ্যান উপহার দিলেন এমপি জর্জ ।
কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের কার্যক্রম ত্বরিত করার জন্য পিকআপ ভ্যান উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
মঙ্গলবার (০২’ফেব্রুয়ারী) দুপুরে কুমারখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মজিবুর রহমান এর হাতে গাড়ীর চাবি তুলে দেন সাংসদ।
এ সময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. সামছুজ্জামান অরুন, শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন খান তারেক, রানা টেক্সটাইল এর স্বত্বাধিকারী মাসুদ রানা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম ভুট্টো, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম বাবু, কুমারখালী থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম শরিফ, এ এস আই হাসানুর রহমান হাসান প্রমুখ।