খোকসায় বলাকার সৌজন্যে মাস্ক বিতরন করল খোকসা অনলাইন প্রেসক্লাব।
কুষ্টিয়ার খোকসায় ৩০ই জানুয়ারী শনিবার বলাকা-আমরা স্বেচ্ছায় রক্ত দেই খোকসা উপজেলা শাখার সৌজন্যে ধারাবাহিক আয়োজনের অংশ হিসাবে করোনাক্রান্তিতে জনসাধারনের সচেতনতার জন্য খোকসা উপজেলার জনবহুল একতারপুর বাজার সহ ঈশ্বরদী অঞ্চলে মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিতরনের পাশাপাশি জনগনকে বিভিন্নভাবে সচেতন করা হয়। এসময় বলাকা – আমরা স্বেচ্ছায় রক্ত দেই এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বলাকা খোকসা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আশিক হাসান, খোকসা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন বিশ্বাস এবং খোকসা উপজেলা শাখার সাধারন সম্পাদক আফজাল হোসেন আবির। খোকসা অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সহ–সভাপতি ও খোকসা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার এবং খোকসা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিল সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন বিপ্লব, কুমারখালী অনলাইন প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক বাশার, আসিফ আহম্মেদ, নয়ন, সোহানসহ আরও অনেকে। এসময় বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ব্লাড ডোনেশন সোসাইটি ২০১০ এর সিনিয়র এডমিন আশিক হাসান, খোকসা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি পুলক সরকার এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর খোকসা উপজেলার আহবায়ক, ছাত্রলীগ নেতা আফজাল হোসেন আবির এজাতীয় মহতি উদ্যোগে একসাথে কাজ করার ব্যাপারে অঙ্গীকার করেন।