খোকসাতে কদর বেড়েছে গরম পোশাকের ।
পুলক সরকারঃ
সম্প্রতি জেঁকে বসেছে শীত। তাই কদর বাড়ছে ফুটপাতের শীতের পোশাকের। আর এ কারণে অল্পদামে শীতের পোশাক কিনতে ফুটপাতে ভিড় জমাচ্ছে নিম্নআয়ের মানুষ। গত কয়েকদিন ফুটপাতে ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বুধবার(২৭’জানুয়ারী)রাতে সরেজমিন ঘুরে দেখা যায়, খোকসা বাজারের প্রধান সড়ক এলাকায় শীতের পোশাক সাজিয়ে বসেছেন হকাররা। এখানে কমপক্ষে ২০টি দোকান রয়েছে। গত কয়েকদিন শীত তীব্র হওয়ায় পোশাক কিনতে ভিড় জমাচ্ছে ক্রেতারা। প্রতিদিনই এ সব দোকান গুলোতে ভিড় লেগে থাকছে। দামাদামি করে চলছে বিক্রি।
এ সব দোকানে বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের পোশাক মিলছে। যার মধ্য রয়েছে জ্যাকেট, সোয়েটার, হাত মোজা, কান মোজাসহ শীতের সব রকম পোশাক। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলে বেচা-কেনা।
বাজারের ভাস্যমান বিক্রেতা তুহিন বলেন, ৩/৪ দিন ধরে শীতের পোশাক বিক্রি বেড়েছে। শীত আরও বৃদ্ধি পেলে বিক্রি বাড়বে বলে মনে করছেন তিনি।