কুষ্টিয়ায় স্কুলের ভবন বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মার চর এলাকায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের পুরাতন ভবনসহ মালামাল বিক্রয় করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপোরে ঐ শিক্ষকের শাস্তি দাবী করে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার চিলমারী ইউপির ৪২ নং বাজুমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সাথে যোগ সাজস করে নদীগর্ভে বিলীন হওয়ার দোহাই দিয়ে একটি রঙিন টিন সেড ঘর, টিনসেড ঘরের পুরাতন টিন সহ অন্যান্য মালামাল কোন রকম নিলাম ছাড়াই গোপনে ৭ লক্ষ ৩০ টাকায় বিক্রয় করে দিয়েছেন। এবং ২০১৯ ও ২০২০ সালের স্লিপ প্রকল্প এবং বৃহৎ ও ক্ষুদ্র মেরামতের জন্য ২ লক্ষ ৮০ হাজার টাকা কোন কাজ না করেই আত্মসাৎ করেছেন বলে অভিযেগে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে একইভাবে নিলাম ছাড়াই ফিলিপনগর ইউপির ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া একটি টিনশেড ঘর সাড়ে ৬ লক্ষ টাকায় বিক্রয় করে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দন্দ্বের কারনে এ অভিযোগ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকার কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।