কুমারখালীতে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা নুর আলম জিকুর পুত্র কনকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ।
নিজস্ব প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর নুর আলম জিকুর প্রথম পুত্র জাসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক সৈয়দ সাইমুন কনকের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার (২৫’জানুয়ারী) কুষ্টিয়ার কুমারখালী জাসদ কার্যালয় গড়াই কমপ্লেক্সে তার স্মৃতির প্রতি পুস্পার্ঘ অর্পন করা হয় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের ভারতের জলপাই গুরি দোহার জঙ্গলে হাতির অক্রমনে এই দিনে মর্মান্তিক মৃত্যু হয়। তার এই মর্মান্তিক মৃত্যু জাসদ পরিবার এখনও ভুলতে পারে নাই। আজকের এই দিনে তার প্রতি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যপন করেছে কুমারখালী জাসদের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাসদ কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদকএ্যাড.জয়দেব বিশ্বাস,যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল ,সাংগাঠনিক সম্পাদক মহব্বত আলী,যুব জোটের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,জাসদ নেতা আব্দুর রহিম,জাসদ নেতা আবেদ আলি, জাসদ নেতা আব্দুল কাইয়ুমন,জাসদ নেতা আব্দুল ওহাব প্রমুখ।