বিজ্ঞাপনের জন্য যোগাযোগঃ০১৮৬০-৫১৬৯২২
কুষ্টিয়ার মীর মশাররফ হোসেন সেতুটিতে টোল আদায় বন্ধ হবে কবে ?
কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত মীর মশাররফ হোসেন সেতুটিতে বিগত প্রায় ১৭ বছর যাবত টোল আদায় করা হচ্ছে ।
উদ্বোধনের পর প্রথম দিকে ভ্যান,রিক্সা,সাইকেলের কোন টোল না নিলেও বর্তমানে টোল নেওয়া হয়। এছাড়াও মোটরসাইকেলের টোল আগে ৫ টাকা নেওয়া হলেও বর্তমানে নেওয়া হচ্ছে ১০ টাকা।সকাল বেলা গ্রামের অনেক মানুষ কাজের উদ্দেশ্যে কুষ্টিয়া শহরে সাইকেল চালিয়ে যায় । তাদের আসা যাওয়া মিলে ১০ টাকা ভাড়া দিতে হয় এটা তাদের কাছে অনেক কষ্টের হয়ে যায় ।
অনেকেরই প্রশ্ন বিগত বছরগুলোতেও কি সেতুর ব্যয়ভার উত্তোলন হয়নি ?
প্রশ্ন আশেপাশের এলাকার জনগণ আর কতদিন পর সেতুতে তারা বিনা টোলে যাতায়াত করতে পারবে ?
এলাকাবাসীরা স্থানীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করে বলেন সেতুটির টোল ফ্রি করনে মুজিব বর্ষের সেরা উপহার বলে মনে করব এবং বর্তমান সরকার ও বর্তমান এমপি মহোদয়ের কাছে চির কৃতজ্ঞ থাকব । আশা করি জনগণকে নিরাশ করবে না ।