কলারোয়া পৌর নির্বাচনে নৌকা বিজয়ের পথসভা ।
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষ্যে জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ এক সারিতে দাঁড়িয়ে নৌকায় ভোট চাইলেন।
উন্নয়ন, অগ্রগতি ও সেবামূলক পৌরসভা প্রতিষ্ঠায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিক্ষক মনিরুজ্জামান বুলবুলকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহবান জানান নির্বাচনী পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ।
শুক্রবার (২২’জানুয়ারী)বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য বি, এম নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা সদর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলি, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা অহিদুল ইসলাম সজীব, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি মীর মোস্তাক আহমেদ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হেলাল, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগ নেতা রবিউল আলম মল্লিক রবি।
উল্লেখ্য,জেলা আওয়ামলীগনেতৃবৃন্দ কলারোয়া পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করার আহবান জানান।