*****আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন*****
যোগাযোগঃ০১৮৬০-৫১৬৯২২
——————————————————–
কুষ্টিয়ায় মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে দুর্গন্ধঃসমস্যা সমাধান চান ভুক্তভোগীরা ।
নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার নির্দেশনা থাকলেও কুষ্টিয়া জেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের মন্ডল তেল পাম্প ও মোল্লাতেঘরিয়া বাস স্টান্ড এই দুই জায়গার মাঝখানে কয়েকটি স্থানে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। ময়লার এই দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন সাধারণ মানুষ ও পথচারীরা। জনগণের এমন ভোগান্তি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ অনেকের।
অভিযোগে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার নির্দেশনা থাকলেও মোল্লাতেঘরিয়া মোড়ের দু’টি স্থানে প্রতিদিনই ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে চারিদিকে চরম দূর্গন্ধ ছড়িয়ে পড়ে।
মোল্লাতেঘরিয়া ঢাকা রোড় সংলঙ্গ একটি এতিমখানা ও লিল্লাহ বোর্ডি এবং মুসল্লিদের নামাজ পড়ানোর জন্য একটি মসজিদ রয়েছে। এতিমখানার শিশু বাচ্চারা জানায়, আমরা এখানে দুর্গন্ধের কারণে থাকতে পারিনা। অনেক সময় খাওয়া-দাওয়া করতেও সমস্যা হয়। সব সময় দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধে আমাদের অনেকের অসুস্থ হওয়ার ঘটনাও ঘটেছে ।
পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে দেখছি এখানে ময়লা ফেলা হয়। এতে দুর্ভোগ হলেও এই সমস্যা সমাধানে কাউকে এগিয়ে আসা দেখছি না।
স্থানীয় একজন বলেন, আমরা নিয়মিত এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করি। দুর্গন্ধে আমাদের চলাফেরায় খুবই কষ্ট হয়। এই জায়গায় আসলে মুখে কাপড় দিলেও নোংরা দুর্গন্ধ নাকের মধ্যে চলে আসে। গন্ধে বমি হওয়ার উপক্রম হয়।এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে।
উক্ত এলাকায় বসবাসরত কয়েকজন জানান, স্থানটিতে এমন দুর্গন্ধ টিকে থাকাই দায় হয়ে যাচ্ছে। দিনের পর দিন স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে।এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তারা ।
এছাড়াও ময়লার স্তূপ অপসারণের বিষয়ে দাবি জানিয়েছেন উক্ত এলাকার বসবাসরত জনগণ।