বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুনঃ০১৮৬০-৫১৬৯২২
—————————————————–
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় র্যাবের অভিযানে জরিমানা ১৮ লক্ষ টাকা ।
কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ০৬ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে র্যাব-১২ । অভিযানে কাঠ পোড়ানোর অভিযোগে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অপরাধে ১৮ লক্ষ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮’জানুয়ারী) দুপুর থেকে কুষ্টিয়া র্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার ফারাকপুর এলাকায় সাইদুর রহমানের কেএসবি ব্রিকসকে ইটভাটা নিয়ন্ত্রণ আইনের ধারা ৪ এর লংঘনের দায়ে ৩ লক্ষ টাকা, একই এলাকার আবুহেনা মস্তফার এএসএম ব্রিকস ও ইমরান আলির কেএবিকে ২ লক্ষ টাকা ও দৌলতপুর উপজেলার স্বরুপপুর এলাকায় বজলুর রহমান কটার এনবিসি ব্রিকস ও একই এলাকার আব্দুস সাত্তারের এসবিসি ব্রিকসকে ৩ লক্ষ টাকা করে জরিমানা আদায় করা হয়। এরপর উপজেলার দৌলতপুর থানা সংলগ্ন সোনাইকান্দি গ্রামে অবস্থিত আসাদুজ্জামান শাওরন এর বিএইসএন ব্রিকস কে একই ধারা লংঘনের দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় কুষ্টিয়া র্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান বলেন,অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান জানান, ইটভাটা আইন লংঘন করে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা করে ওই সকল ইটভাটা মালিককে আইন ভংগ করার অপরাধে জরিমানা আদায় করা হয়। এছাড়াও তাদের আইন মেনে ইটভাটা পরিচালনা করার জন্য সতর্ক করা হয়।