বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুনঃ০১৮৬০-৫১৬৯২২
————————————————
সড়ক দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে এতিম হলো আফরা ।
মাত্র তিন বছর বয়স আফরা।অথচঃ নিয়তির কী নির্মম পরিহাস, সোমবার (১৮’জানুয়ারী) সকালেই বাবা-মা হারিয়েছে শিশুটি। কষ্ট বোঝার বয়স এখনো না হলেও পাহাড়সম কষ্ট বইতে হবে তিন বছর বয়সী আফরাকে ।
প্রতিদিনকার মতো সকাল সাড়ে সাতটায় অফিসের উদ্দেশে বের হন আফরার বাবা-মা, আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা (২৫) দম্পতি। বিমানবন্দর সড়কে দ্রুত গতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারা দু’জন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী বলেন, আকাশ ইকবাল-মায়া হাজারিকার মৃত্যুর সংবাদ দক্ষিণখানের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন তাদের স্বজনরা। শেষ দেখার স্মৃতি স্মরণ করে চলে স্বজনদের বিলাপ-আহাজারি। কিছুতেই তারা এই মৃত্যু মেনে নিতে পারছেন না।
চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক আজমেরি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।