মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ থেকে বহিষ্কার ।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য কলারোয়ার সাজেদুর রহমান খান চৌধুরী মজনু মেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজের প্রার্থীতা বহাল রাখায় ১১ জানুয়ারী ২০২১ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামীলীগের গঠনতন্ত্র ধারা-৪৭ এর (৬)(৭)(৯)(১০)(১১) উপ ধারা মোতাবেক বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের নিকট সুপারিশ করেছেন।
উল্লখ্য যে,গত ১০ ই জানুয়ারী মনায়নপত্র দাখিলের শেষ দিন থাকলেও তিনি মনোনয়ন প্রত্যাহার না করায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
বার্তা প্রেরক
শেখ হারুন উর রশিদ
দপ্তর সম্পাদক
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ
০১৭১০-৮৪৯৩৫৩