মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মান কাজের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এমপি।
সোমবার(১১’জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসযোগ্য গৃহ নির্মান প্রকল্পের আওতায় ৯৭ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যায়ে কুমারখালী উপজেলার সর্বমোট ৬ টি ইউনিয়নে ৫৭টি বাসগৃহ নির্মানের মধ্যে উপজেলার চাপড়া ইউনিয়নে গৃহনির্মান কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ মুহাইমিন আল জিহান, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুল হাসান, শিলাহদহ ইউনিয়নের চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন খান তারেক, চাপড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মনজুসহ বিভিন্ন নেতা-কর্মীরা।