আগামী ১৬ জানুয়ারী আসন্ন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততোই প্রচার প্রচারণায় ব্যাস্ত প্রার্থীরা ও সমর্থকরা ।
সোমবার (১১’জানুয়ারী) সকাল থেকে কুমারখালী পৌরসভার ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান লালুকে সাথে নিয়ে কুমারখালী পৌরসভা বাসস্ট্যান্ড, উপজেলা রোড, হরিজন পল্লী, সবজি বাজার রেলগেট এলাকা থেকে শুরু করে বিভিন্ন অলিতে-গলিতে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা।
প্রচারণা শেষে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, নির্বাচন সুস্থ না হলে গণ আন্দোলন গড়ে তোলা হবে, তখন পালানোর জায়গা খুঁজে পাবেন না।
তিনি আরও বলেন, এই ফ্যাসিবাদী সরকার সাধারণ ভোটারদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না। তবে পৌরসভা নির্বাচনে এবার যদি ভোট কারচুপি বা কোনো অনিয়ম হয় তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। এ সময় তিনি ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণেরও সমালোচনা করেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, সাধারণ জনগণ বিএনপিতে ভোট দিতে চাই কিন্তু বর্তমান সরকার কারচুপির মাধ্যমে তা করতে দিচ্ছে না। বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় নির্বাচনের মতো যদি এবারও অনিয়ম হয় তাহলে জনগণ বসে থাকবে না।
তিনি আরো বলেন আমি বিশ্বাস করি সঠিকভাবে নির্বাচন হলে শুধু কুমারখালী পৌরসভায় নয় মিরপুর ভেড়ামারাতেও ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান লালুর নির্বাচনী প্রচারণায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, কেন্দ্রীয় ছাত্রদলেরসহ সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুজন হাসান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সহসাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট শাতিল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাক্তার শরিফ উদ্দিন উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।