জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১০’জানুয়ারী) বিকাল ৩টায় কুমারখালী নাগরিক পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইসাবে উপস্থিত ছিলেন,৭৮ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি ।
নাগরিক পরিষদ সভাপতি আকরাম হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কুমারখালী শাখার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সামছুজ্জামান অরুণ ,বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুন, এটিএম আবুল মনছুর মজনু সভাপতি মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি কুমারখালী শাখা, এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, মমতাজ বেগম সভাপতি কুমারখালী মহিলা পরিষদ, আলহাজ্ব শাহজাহান আলী সভাপতি মার্কেট এসোসিয়োশন, সালাউদ্দিন খান তারেক শিলাইদহ ইউপি চেয়ারম্যান, আলহাজ্ব আ: রফিক বিশ্বাস পরিচালক বুলবুল টেক্সটাইল কুমারখালী, আতিয়ার রহমান টুকু যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, রিস্তাক করিম যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, এ্যাডভোকেট শংকর মজুমদার কাজল আইন বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোঃ আক্তারুজ্জামান নিপুন সাধারণ সম্পাদক শহর আওয়ামী লীগ, হারুন অর রশিদ হারুন সভাপতি কুমারখালী উপজেলা যুবলীগ প্রমুখ।
এসময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।