সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে রবিবার (১০’জানুয়ারী) মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে একজন প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ৮ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম কাজী লিখিত প্রত্যাহারপত্র জমা দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।
মেয়র পদে ০৫, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন সবমিলিয়ে ৫৭ জন প্রার্থী নির্বাচনে প্রত্দ্বন্দ্বিতা করবেন ।
উল্লেখ্য,নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারী ‘২০২১ কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার নির্বাচনে হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৩ শত ১ জন ।