কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার(০৭’জানুয়ারী) নমুনা জমা দেওয়ার পর সন্ধ্যায় তিনি প্রতিবেদন পান। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে করোনা পজিটিভ ফলাফল আসে। এর পরপরই তিনি হোম আইসোলেশনে চলে যান। বর্তমানে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে আনোয়ারুল ইসলাম বলেন, কয়েক দিন আগে জ্বর এসেছিলো । সেই সাথে ঠান্ডা। এর আগেও কয়েকবার এমন ঠান্ডা-জ্বর হয়েছিল। কিন্তু তখন করোনা পজিটিভ শনাক্ত হয়নি। জ্বর হওয়ার পর তিনি ওষুধ খেয়েছিলেন। বুধবার জ্বরের মাত্রা কমে যায়। তারপর বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসকদের পরামর্শে করোনা পরীক্ষার জন্য আবার নমুনা দেন। সন্ধ্যায় জানতে পারেন তিনি করোনা পজিটিভ শনাক্ত।
সিভিল সার্জন আরও বলেন, তাঁর শরীরে বর্তমানে তেমন কোনো সমস্যা নাই। তবে কাশি আছে। প্রেশারের একটু সমস্যাও আছে। তিনি সবার দোয়া কামনা করেন।
এবিষয়ে জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, সিভিল সার্জনের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন। যেকোনো প্রয়োজনে সহযোগিতা করা হবে।