কুষ্টিয়ার কুমারখালীতে দিপ্তী রাণী মন্ডল (১৪) নামের ৮ম শ্রেণির এক হিন্দু ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছে অপহৃত ওই ছাত্রীর পিতা নিতাই চন্দ্র মন্ডল।
অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা নিতাই চন্দ্র মন্ডল’র মেয়ে দিপ্তী রাণী মন্ডল (১৪) কুমারখালী থানাধীন দক্ষিণ মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। কুমারখালীর বাগুলাট ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর গ্রামের মোঃ লালন মন্ডলের ছেলে মোঃ রাফি হোসেন (১৮) বিভিন্ন সময় দিপ্তীকে চলা ফেরার পথে উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। দিপ্তী বিষয়টি তার পিতা নিতাই মন্ডলকে অবহিত করে। নিতাই মন্ডল উত্যক্তকারী মোঃ রাফি হোসেন’র পিতা মোঃ লালন মন্ডল এবং চাচা মোঃ কলম মন্ডলকে বিষয়টি অবগত করেন। ১১ ডিসেম্বর ২০২০ তারিখ বিকেলে দিপ্তী রাণী মন্ডল প্রয়োজনে বাড়ীর সম্মুখে রাস্তায় গেলে মোঃ রাফি হোসেন সুকৌশলে দিপ্তীকে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছে অপহৃত ওই ছাত্রীর পিতা নিতাই চন্দ্র মন্ডল।
অপহরণ নাকী স্বেচ্ছায় নাকি ওই ছাত্রী প্রেমের টানে কারো সাথে পালিয়েছে সে বিষয় নিয়েও এলাকায় চলছে গুঞ্জন ।