কুষ্টিয়ায় বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য রড সিমেন্ট কেনার কথা বলে স্ত্রী স্বপ্নার কাছে থেকে ২ লাখ টাকা নিয়ে ৩ দিন আগে উধাও স্বামী গার্মেন্টস কর্মী শরিফুল ইসলাম শরিফ।
শরিফুল কুষ্টিয়া জেলার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল দক্ষিনপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে।
স্বামী উধাও হওয়ার পর তার ছবি নিয়ে এখন বিভিন্ন স্থানে খুঁজে ফিরছেন স্ত্রী স্বপ্না। তবে তাকে না জানিয়ে শরিফুল গার্মেন্টস কর্মী এক নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবী স্বপ্নার।
স্বপ্না জানান, খুব কষ্ট করে জমানো টাকাই শুধু নয় তার স্বর্ণালংকারও নিয়ে গেছে এবং তিলে তিলে জমানো স্বপ্ন ভেঙে দিয়েছে স্বামী শরিফুল।