সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় ভোটরাদের মধ্যে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন।
আগামী ৩০ জানুয়ারী/২১ কলারোয়া পৌরসভায় অনুষ্ঠিতব্য নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে সাবেক পৌর মেয়র ও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আখতারুল ইসলাম ও তার সহধর্মিনী নাসরিন সুলতনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দেন। যাচাই বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা লাভ করে। স্বামী-স্ত্রীর মনোনয়ন বৈধতা লাভ করার পর পৌরসভার ভোটারদের মধ্যে দেখা দিয়েছে নানান গুঞ্জন ।
পৌর সভার বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট-চায়ের দোকান-কফিসপে উপস্থিত উৎসুক ভোটারদের মধ্যে একটাই আলোচনার বিষয় স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার মাধ্যমে প্রার্থী হিসাবে মেয়র পদে একজন প্রতিদ্বন্দীতা করবেন নাকি উভয় প্রার্থী একই পদে প্রতিদ্বন্দীতা করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায় আগামী ১০ জানুয়ারী/২১ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।তবে ভোটাররা আগামী ১০ জানুয়ারী/২১ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় আছেন।