কুষ্টিয়ার বাইপাসে রোজ হলিডে পার্ক এ্যান্ড রিসোর্টের শুভ উদ্বোধন ।
পুলক সরকারঃ
কুষ্টিয়ার বাইপাস সড়কের পশ্চিম পাশে নৈসর্গিক, অবারিত সবুজ মাঠে মনোরম পরিবেশে আধুনিক রুচিশীল ও বর্ণাঢ্য আয়োজনে রফিকুল ইসলাম রোজের সার্বিক ব্যবস্থাপনায় রোজ হলিডে পার্ক এ্যান্ড রিসোর্টের মমজ্ঞলবার(০৫’জানুয়ারী/২১)শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার উন্নয়নের রুপকার,সদর আসনের সংসদ সদস্য,আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফীনের সভাপতিত্বে রোজ হলডি পার্ক এ্যান্ড রোসোর্টে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলৎপুর আসনের এম,পি,সরোয়া্র জাহান বাদশা,খোকসা কুমারখালী আসনের এম,পি সেলিম আলতফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দীন খান,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, ,জেলা যুব লীগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, সংস্কৃতির রাজধানী,লালন সাইজির তীর্থ ভুমি,মীর মোশাররফ হোসেনে জন্ম ভুমি,কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণভুমি ভ্রমন পিপাসুদের মানুষে তাদের মনো রঞ্জন,বিনোদন,প্রশান্তি লাভ করতে এই পাক সহায়ক ভুমিকা পালন করবে।